ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

পাকিস্তানে চীনের দূতাবাসে হামলায় বন্দুকধারীসহ নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ২৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ২১:০৩, ২৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানে চীনের দূতাবাসে বন্দুকধারীর হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। তিন বন্দুকধারী ও দুই পুলিশ কর্মকর্তা এ ঘটনায় নিহত হয়েছেন। পাকিস্তানে চীনের দূতাবাসে বন্দুকধারীরা হামলা চালায়। এতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং পুলিশের গুলিতে ওই হামলাকারীরা নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহমুদ কোরেশি বলেন, চীনের কর্মকর্তারা ভালো আছেন। তাদের কোনো ক্ষতি হয় নাই। এবং তারা নিরাপদেই আছেন। এখন আর কোনো ওই এলাকায় সমস্যা নেই।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, চীনের নাগরিকরা ভালো আছেন। তাদের কোনো কোনো সমস্যা নেই। পাকিস্তানের সেনাবাহিনী সেখানের অবস্থান নিয়েছেন এবং এই এলাকা এখন শান্ত রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি