ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

আফগানিস্তানে বোমা হামলায় ২৭ সেনা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০২, ২৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আফগানিস্তানে সেনাবাহিনীর প্রার্থনা কেন্দ্রের পাশে বোমা হামলায় ২৭ সেনা নিহত হয়েছেন। শুক্রবার প্রার্থনার সময় এই হামলা করা হয়। হামলাকারীদের লক্ষ্য ছিল দেশটির জাতীয় বাহিনীর দ্বিতীয় বেজমেন্ট।

আফগানিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আবদুল্লাহ বলেন, এই হামলায় ২৭ জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং ৫৭ জন আহত হয়েছেন। ঘোস্ট হাসপাতালের প্রধান সাকি সর্দার জানান, যারা হাসপাতালে আহত হয়ে এসেছেন তাদের অধিকাংশের অবস্থা গুরুতর। তাদের অনেকেই আশঙ্কায় রয়েছেন।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, যারা এটা করেছেন তারা মুসলিম না। কোনো মুসলিম এমন হামলা করতে পারে না। এটার যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, এর তদন্তের জন্য সুফইট তদন্ত দলকে ডাকা হয়েছে। তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, কিভাবে এমন ঘটনা ঘটে এ রকম নিরাপদ স্থানে।

তথ্যসূত্র: আল জাজিরা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি