ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

এরদোগানের সঙ্গে দেখা করতে চান যুবরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ২৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দেখা করতে চেয়েছেন বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাওলুদ জায়িশ আওগালাও। বুয়েনস আইরেসে আসন্ন গ্রুপ-২০ সম্মেলনের ফাঁকে তিনি এ সাক্ষাৎ করতে চান।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সিএনএন-তুর্ক টেলিভিশনকে শুক্রবার বলেন, দুই নেতার মধ্যে সাক্ষাতে তুরস্ক কোনো সমস্যা দেখছেন না। কিন্তু যুবরাজের সঙ্গে এরদোগান দেখা করবেন কিনা- সে ব্যাপারে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

আগামী ৩০ নভেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে দুই দিনের গ্রুপ-২০ সম্মেলন শুরু হতে যাচ্ছে। এতে রিসেপ তাইয়েপ এরদোগান ও মোহাম্মদ বিন সালমান দুজনেই অংশ নেবেন। যদি এরদোগান দেখা করতে রাজি হন তবে এটাই হবে যুবরাজের সঙ্গে তার প্রথম কোনো সাক্ষাৎ।

গত ২০ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে বিয়ের কাগজপত্র আনতে গিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের প্রদায়ক জামাল খাশোগি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি