ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

ইসরাইলের মিশন নিয়ে মধ্যপ্রাচ্যে সৌদি যুবরাজ!

প্রকাশিত : ১৯:০০, ২৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ২০:৩৫, ২৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইসরাইলের সঙ্গে আঞ্চলিক দেশগুলো যেনো সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয় সে মিশন নিয়ে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলো সফর করছেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান।

রাই আল-ইয়াউম পত্রিকার প্রধান সম্পাদক ও রাজনৈতিক ভাষ্যকার আবদুল বারি আতওয়ান এমনই মন্তব্য করেছেন।

মন্তব্যে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এ ধারণাই দেয় যে, এই সফরের মধ্যদিয়ে আরব দেশগুলো ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছে রিয়াদ।

আরব দেশগুলোর মধ্যে শুধুমাত্র মিশর ও জর্দানের সঙ্গে ইসরাইলের পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক রয়েছে কিন্তু সাম্প্রতিক নানা রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, ইসরাইল এখন পর্দার আড়াল থেকে সৌদি আরব ও তার মিত্রদের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য কাজ করছে।

সমালোচকরা বলছেন, ইসরাইলকে একঘরে করার যে আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে তেল আবিবের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠতার ফলে সে প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি ফিলিস্তিনিদের স্বার্থও ক্ষুণ্ন করবে সৌদি তৎপরতা। সমালোচকরা আরো বলছেন, ইরানকে মোকাবেলার জন্যই সৌদি আরব ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় জড়িয়েছে।

গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ইসরাইল, আমেরিকা ও আঞ্চলিক মিত্রদের স্বার্থ নিশ্চিত করার জন্যই ওয়াশিংটন সৌদি আরবের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি