ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

‘অন্যের হয়ে পাকিস্তান আর যুদ্ধ করবে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৭, ২৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৯:৩৬, ২৭ নভেম্বর ২০১৮

পাকিস্তান আর নিজের ভূখণ্ডের মধ্যে অন্যের হয়ে চাপিয়ে দেয়া যুদ্ধ করবে না। ২০০১ সালে আফগান যুদ্ধের সময় মার্কিন চাপের মুখে কথিত সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধে জড়িয়ে পড়েছিল- ইমরান খান মূলত সেদিকেই ইঙ্গিত করেছেন।
সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফের কারণে জড়িয়ে পড়া যুদ্ধ সম্পর্কে এর আগেও ইমরান খান বার বার বলেছেন, এটা পাকিস্তানের যুদ্ধ নয়। ২০০১ সালে আমেরিকায় কথিত সন্ত্রাসী হামলার পর মার্কিন বাহিনী ও তার মিত্ররা আফগানিস্তানে আগ্রাসন চালায় এবং জেনারেল পারভেজ মুশাররফ তাতে জড়িয়ে যান। ওই যুদ্ধে যোগ দেয়ার কারণে পাকিস্তান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও আমেরিকা ইসলামাবাদের কৃতিত্ব কখনো স্বীকার করে নি বরং উল্টো পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদদ দেয়ার জন্য অভিযুক্ত করে।   
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি পরিষদ বা লয়াজিরগায় দেয়া বক্তব্যে ইমরান খান আরও বলেছেন, ‘অনেক রক্ত-ঘাম ঝরিয়ে আমরা দেশের ভেতরে চাপিয়ে দেয়া যুদ্ধ করেছি এবং এতে আমাদের আর্থ-সামাজিক বিন্যাস ভেঙে গেছে।’

উত্তর ওয়াজিরিস্তান সফরের সময় ইমরান খানের সঙ্গে ছিলেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।
সূত্র : পার্সটুডে
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি