ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন সৌদি যুবরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ৩০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুক্রবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারসে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন তিনি। সৌদি সংবাদ সংস্থা স্পার বরাতে শুক্রবার রয়টার্স এ তথ্য দিয়েছে।

বৈঠকে দুই দেশের নিরাপত্তা, জ্বালানি ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা বলেন দুই নেতা। আর্জেন্টিনায় জি২০ সম্মেলনে অংশ নিতে দুই নেতাই এখন রাজধানী বুয়েন্স আয়ারসে রয়েছেন।

সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে আলাপে ভারতকে তেল ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন মোহাম্মদ বিন সালমান।

সৌদি সমর্থিত ভিশন ফান্ড এর মাধ্যমে সৌরশক্তিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও কথা বলেন দুই নেতা। বৈঠকে অস্ত্র তৈরি ও রফতানিতে যৌথ প্রয়াসের ব্যাপারে কথা বলেন বিন সালমান ও মোদি।

ভারতের পশ্চিমাঞ্চলীয় উপকূলে একটি বিশাল শোধনাগার স্থাপন প্রকল্প নিয়েও কথা হয় তাদের মধ্যে।

তথ্যসূত্র : রয়টার্স

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি