ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় পাকিস্তান : কোরেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ১ ডিসেম্বর ২০১৮

ইসলামাবাদ সকল ক্ষেত্রে তেহরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায় বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। শুক্রবার ইসলামাবাদে ইমরান খান সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এ কথা জানান তিনি।

ইরানকে পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে উল্লেখ করে কোরেশি বলেন, ইরানের সঙ্গে দীর্ঘ সীমান্তকে শান্ত ও স্থিতিশীল করতে ইসলামাবাদ বদ্ধপরিকর।

কোরেশি বলেন, ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার ইরানসহ সবগুলো প্রতিবেশেী দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নকে পররাষ্ট্রনীতির মূল লক্ষ্যে পরিণত করেছে।

এসময় তিনি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নেরও আগ্রহ প্রকাশ করেন।

চীনকে পাকিস্তানের কৌশলগত মিত্র বলে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক চীন সফর অত্যন্ত সফল হয়েছে এবং দু’দেশের যৌথ উদ্যোগে নির্মাণাধীন চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি