ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

বিতর্কের মধ্যেও বিশ্ব নেতাদের সাক্ষাৎ পেল সৌদি যুবরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনে বিশ্ব নেতাদের অনেকেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করেছেন। সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অভিযোগ থাকলেও বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ পেলেন সৌদি যুবরাজ।  

সম্মেলনের ফাঁকে তিনি ফ্রান্স, ব্রিটিশ, রাশিয়া এবং ভারতসহ অন্যান্য দেশের নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন।

এদিকে জি২০ সম্মেলন থেকে সদস্য রাষ্ট্রগুলোর লাভবান হওয়ার আশা অনেকটাই হতাশায় পর্যবশিত হয়েছে।  

কেননা রাশিয়া-ইউক্রেইনের নতুন উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য বিরোধ নিয়েই এবারের আর্জেন্টিনায় জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে রাশিয়ার ইউক্রেইনের জাহাজ আটকের ঘটনার জেরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন।

অপরদিকে শুল্ক নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেখানেও অগ্রগতির তেমন আশা নেই।

তথ্যসূত্র : আল জাজিরা

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি