ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

সিরিয়ায় নতুন সামরিক ঘাটি নির্মাণ করল যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬, ১৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

 

সিরিয়ার রাকা প্রদেশে নতুন করে আরোও দুটি  সামরিক ঘাটি নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে। রাকা প্রদেশের তেল আবিয শহরের অদূরে ওই ঘাটিগুলো নির্মাণ করা হয়। এ নিয়ে সিরিয়ার কুর্দি অধ্যুষিত অঞ্চলে মার্কিন ঘাঁটির সংখ্যা ২১ এ দাঁড়ালো। গত ১৭ দিনে সেখানে তিনটি ঘাঁটি নির্মাণ করেছে মার্কিন বাহিনী।

এর আগে গত ২৭ নভেম্বর সিরিয়ার তুর্কি সীমান্তের অদূরে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হয়। ঘাঁটি নির্মাণের পরপরই তাড়াহুড়ো করে সেখানে উন্নত সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়।

তুর্কি বাহিনী সিরিয়ায় নতুন করে অভিযান শুরু করতে পারে বলে যখন আশঙ্কা করা হচ্ছে ঠিক তখনি মার্কিন ঘাঁটি নির্মাণের খবর এলো।

সাম্রাজ্যবাদী আমেরিকা সিরিয়ার সরকারের কোনো অনুমতি না নিয়েই সেদেশে সেনা মোতায়েন করেছে এবং সেখানে নিয়মিত মানুষ হত্যা করছে।

দায়েশ বা আইএস দমনের কথা বলে সেদেশে ঢুকলেও কার্যত সেদেশে তৎপর সন্ত্রাসীদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। 

তথ্যসূত্র: পার্সটুডে 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি