ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

মুম্বাইয়ে হাসপাতালে আগুন, নিহত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ১৮ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:২০, ১৮ ডিসেম্বর ২০১৮

ভারতের মুম্বাইয়ের আন্ধেরিতে ইএসআইসি কামগার হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ আটজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল সোমবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এদিনই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৬ জনের৷ পরে মৃত্যু হয় আরও ২ জনের৷ এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, হাসপাতালে অগ্নি কাণ্ডের আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মধ্যে৷ খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় দমকল বাহিনী৷ উদ্ধারে যায় রেসকিউ ভ্যানসহ ১৬টি অ্যাম্বুলেন্স৷ সোমবার এই আগুন লাগার পর বিকেল ৪টা নাগাদ খবর যায় দমকল অফিসে৷ খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ করতে দ্রুত হাজির হয় তারা৷ দশটি দমকলের ইঞ্জিন এবং সেই সঙ্গে ৫টি জাম্বো ওয়াটার ট্যাংকার হাজির হয়৷

দমকলের প্রাথমিক অনুমান শর্ট-সার্কিট থেকেই এই আগুন লেগেছে৷ দিন পনের আগেই ওই হাসপাতালে পরিদর্শনের কাজ করে দমকলসহ প্রশাসনের অন্যান্য বিভাগের আধিকারীকরা৷ তখন বেশ কিছু অনিয়ম ধরা পড়ে৷ ডেপুটি ফায়ার অফিসার এম ভি ওগালে জানান, অগ্নি নির্বাপক ব্যবস্থা পর্যাপ্ত ছিল না৷ হাসপাতাল ভবনটিও নো-অবজেকশন ছাড়পত্র পায়নি৷ তা সত্ত্বেও নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ইএসআইসি কামগার হাসপাতালে চলছিল স্বাস্থ্য পরিষেবার কাজ৷ আগুন লাগার ঘটনার তদন্ত হবে বলে প্রশাসন জানিয়েছে৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি