ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

মুম্বাইয়ে হাসপাতালে আগুন, নিহত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ১৮ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:২০, ১৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের মুম্বাইয়ের আন্ধেরিতে ইএসআইসি কামগার হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ আটজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল সোমবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এদিনই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৬ জনের৷ পরে মৃত্যু হয় আরও ২ জনের৷ এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, হাসপাতালে অগ্নি কাণ্ডের আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মধ্যে৷ খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় দমকল বাহিনী৷ উদ্ধারে যায় রেসকিউ ভ্যানসহ ১৬টি অ্যাম্বুলেন্স৷ সোমবার এই আগুন লাগার পর বিকেল ৪টা নাগাদ খবর যায় দমকল অফিসে৷ খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ করতে দ্রুত হাজির হয় তারা৷ দশটি দমকলের ইঞ্জিন এবং সেই সঙ্গে ৫টি জাম্বো ওয়াটার ট্যাংকার হাজির হয়৷

দমকলের প্রাথমিক অনুমান শর্ট-সার্কিট থেকেই এই আগুন লেগেছে৷ দিন পনের আগেই ওই হাসপাতালে পরিদর্শনের কাজ করে দমকলসহ প্রশাসনের অন্যান্য বিভাগের আধিকারীকরা৷ তখন বেশ কিছু অনিয়ম ধরা পড়ে৷ ডেপুটি ফায়ার অফিসার এম ভি ওগালে জানান, অগ্নি নির্বাপক ব্যবস্থা পর্যাপ্ত ছিল না৷ হাসপাতাল ভবনটিও নো-অবজেকশন ছাড়পত্র পায়নি৷ তা সত্ত্বেও নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ইএসআইসি কামগার হাসপাতালে চলছিল স্বাস্থ্য পরিষেবার কাজ৷ আগুন লাগার ঘটনার তদন্ত হবে বলে প্রশাসন জানিয়েছে৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি