ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ভালোবাসার টানে পাকিস্তানে গিয়ে কারাবাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ২০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রেম মানে না বাধা নিষেধ। প্রেম মানে না ধনী-গরীব। প্রেম মানে না সীমান্ত, এটা আবার প্রমাণ হলো। ফেইসবুকের মাধ্যমে প্রেমে মজে ছিলেন ভারতের এক কলেজ শিক্ষক হামিদ আনসারি। প্রেমের টানে বিনা পাসপোর্টেই চলে যান পাকিস্তানে। তবে পাকিস্তানের পুলিশের চোখ ফাঁকি দিতে পারেনি শেষ পর্যন্ত।

খাইবার পাকতুনখাওয়া প্রদেশের ভালোবাসার টানে পাকিস্তানে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ছয় বছর কারাভোগ করতে হয় তাকে। এরপর মুক্তি পেয়ে তিনি ভারতে ফিরে যান।

সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যাওয়ার পর সেই নারীর সঙ্গে তার দেখা হয়েছিল কিনা সেটি পরিষ্কারভাবে জানা যাচ্ছে না।

ভারতে ফেরার পর ওয়াগা সীমান্তে আনসারিকে গ্রহণ করে তার পরিবার। সেখানে তখন সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরাও ছিলেন।

২০১২ সাল থেকেই পাকিস্তানের কারাগারে আটক ছিলেন আনসারি। তার পরিবার গত এক বছর ধরে তাকে দেশে ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করেছে। ২০১৫ সালে আনসারির কারাদণ্ড দেয়া হয়, কিন্তু তিনি ২০১২ সাল থেকেই পাকিস্তানের কারাগারে আটক ছিলেন।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি