ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ইরানের বিমানের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে জার্মানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ২২ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:৫৪, ২২ ডিসেম্বর ২০১৮

ইরানের বেসরকারি বিমান পরিবহন সংস্থা- ‘মাহান এয়ার’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে জার্মান সরকার। মার্কিন সরকারের অনুরোধে সাড়া দিয়ে এ সিদ্ধান্ত নেয় দেশটি। জার্মানির ‘বিল্ড’ পত্রিকার বরাতে এ তথ্য জানানো হয়েছে।

পত্রিকাটি জানায়, আমেরিকার সঙ্গে জরুরি বৈঠকের পর অ্যাঙ্গেলা মার্কেল সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে জার্মানির ‘মিউনিখ’ ও ‘দুসেলদোরফ’ শহরে ইরান থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে মাহান এয়ার। বিল্ডে প্রকাশিত খবর অনুযায়ী, ২০১৯ সালের শুরু থেকে এসব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করতে পারবে না ইরানের বেসরকারি বিমান সংস্থাটি।

সিরিয়ায় কথিত রসদ সরবরাহ ও ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পর্ক থাকার অজুহাতে মার্কিন অর্থ মন্ত্রণালয় মাহান এয়ারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে গত মে মাসে বেরিয়ে যায় আমেরিকা। এরপর থেকে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপসহ ইরানের ওপর চতুর্মুখী চাপ সৃষ্টি করে ওয়াশিংটন।

তবে আমেরিকা বেরিয়ে গেলেও ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সসহ পরমাণু সমঝোতার বাকি পক্ষগুলো এই সমঝোতা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়। এসব দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে মৌখিকভাবে আমেরিকার বিপক্ষে অবস্থান নিলেও এখনো বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নিতে পারেনি।

তথ্যসূত্র:পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি