ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ইন্দোনেশিয়ায় সুনামির আঘাতে নিহত ৪৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫, ২৩ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০৯:০৬, ২৩ ডিসেম্বর ২০১৮

ইন্দোনেশিয়ায় সুনামির আঘাতে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৮২ জন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৩০ বাড়ি এবং ৯টি হোটেল। 

শনিবার রাতে দেশটির সুন্দা স্ট্রেট উপকূল অঞ্চলে আছড়ে পড়ে সুনামি৷ উচ্চ গতির এ সুনামিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে তারা ওই এলাকায় বড় ধরনের সতর্কতাও জারি করেছে।

সুনামির কারণ ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরি৷ প্রবল অগ্ন্যুৎপাতের জেরে সুনামি আছড়ে পড়ে জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝে অবস্থিত সুন্দা স্ট্রেটে৷

বিপর্যয় বাহিনীর মুখপাত্র জানিয়েছে, শনিবার রাতে সুনামির তাণ্ডব শুরু হয়৷ তার জেরে একের পর বাড়ি ভেঙে পড়তে শুরু করে৷

উল্লেখ্য, প্রাকৃতিক বিপর্যয়ের কেন্দ্র হয়ে উঠেছে ইন্দোনেশিয়া৷ সেপ্টেম্বর মাসে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়৷

সূত্র: রয়টার্স

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি