ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৬২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ২৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে সৃষ্ট ভূ-গর্ভস্থ ভূমিধসের ফলে সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। এ ঘটনায় আহত হয়েছেন ৫৪৮ জন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৩০ বাড়ি এবং ৯টি হোটেল। 

রোববার দেশটির কর্মকর্তারা নিহতের এই সংখ্যা জানিয়েছেন। উচ্চ গতির এ সুনামিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে তারা ওই এলাকায় বড় ধরনের সতর্কতাও জারি করেছে।

শনিবার রাতে দেশটির সুন্দা স্ট্রেট উপকূল অঞ্চলে আছড়ে পড়ে সুনামি৷ ইন্দোনেশিয়ান জিওফিজিক্যাল এজেন্সির (বিএমকেজি) ধারণা, সুনামির কারণ ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরি৷ প্রবল অগ্ন্যুৎপাতের জেরে সুনামি আছড়ে পড়ে জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝে অবস্থিত সুন্দা স্ট্রেটে৷

বিপর্যয় বাহিনীর মুখপাত্র জানিয়েছে, শনিবার রাতে সুনামির তাণ্ডব শুরু হয়৷ তার জেরে একের পর বাড়ি ভেঙে পড়তে শুরু করে৷

উল্লেখ্য, প্রাকৃতিক বিপর্যয়ের কেন্দ্র হয়ে উঠেছে ইন্দোনেশিয়া৷ সেপ্টেম্বর মাসে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়৷ আগ্নেয়দ্বীপ ক্র্যাকাটোয়ায় ১৮৮৩ সালে ভয়াবহ অগ্ন্যুৎপাতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। ওই সময়ও ১৩৫ ফুট উঁচু ঢেউ নিয়ে সৈকতে আঘাত হানে সুনামি। এতে প্রায় ৩০ হাজার মানুষ সে সময় সাগরে ভেসে যায়। কিন্তু দীর্ঘদিন সুপ্ত থাকার পর সাম্প্রতিক সময়ে ক্র্যাকাটোয়া আবার সক্রিয় হয়ে ওঠে। গত শুক্রবার ওই আগ্নেয়গিরি থেকে প্রায় সোয়া দুই মিনিট উদগীরণ হয়। এর ফলে পর্বতের ১৩০০ ফুট উঁচু পর্যন্ত ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়ে।

সূত্র: রয়টার্স

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি