ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ট্রাম্প-বোলসোনারোর বৈঠক চলতি মাসে

প্রকাশিত : ১৫:২৯, ৯ মার্চ ২০১৯

আগামী ১৯ মার্চ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরস্পরের প্রশংসায় পঞ্চমুখ দুই নেতার মধ্যে এটাই প্রথম বৈঠক।

একথা জানিয়েছে হোয়াইট হাউস।

গত মাসে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির প্রেসিডেন্টের এই যুক্তরাষ্ট্র সফরের কথা ঘোষণা করে। তবে তখন সুর্নিদিষ্ট দিনক্ষণ উল্লেখ করা হয়নি।

জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করা বোলসোনারো ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেন। ব্রাজিলে বামপন্থী সরকার এক দশক ক্ষমতায় ছিল।

এদিকে এ বৈঠক সম্পর্কে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কিভাবে একটি অধিকতর উন্নত, সমৃদ্ধ, নিরাপদ, সুরক্ষিত ও গণতান্ত্রিক পশ্চিমা বিশ্ব গড়ে তোলা যায়, সেই উপায় বের করতে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট বোলসোনারো আলোচনা করবেন।’

হোয়াইট হাউসের বিবৃতিতে আরো বলা হয়, ‘দুটি বৃহত্তম অর্থনৈতিক দেশের দুই নেতার মধ্যে প্রতিরক্ষা সহায়তা, প্রবৃদ্ধিভিত্তিক বাণিজ্যনীতি, অপরাধ মোকাবিলা ও ভেনিজুয়েলায় গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা করবেন।’

এতে আরো বলা হয়, ‘ভেনিজুয়েলায় মানবিক সহায়তা প্রদানের ভূমিকা নিয়ে তারা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের বড় ভূমিকা নিয়ে আলোচনা করবেন।’

সূত্র : এএফপি 

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি