ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

কোরআন তেলাওয়াতে শুরু নিউজিল্যান্ডে পার্লামেন্ট অধিবেশন

প্রকাশিত : ২০:৪৯, ১৯ মার্চ ২০১৯ | আপডেট: ০৯:০৮, ২০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

মসজিদে ভয়াবহ হামলার পর নিউজিল্যান্ডের পার্লামেন্টের বিশেষ অধিবেশন শুরু হলো কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে।

পার্লামেন্টে উপস্থিত ছিলেন মুসলিম, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধসহ কয়েকটি ধর্মের প্রতিনিধিরা। শুধু তাই নয়, মুসলিম রীতিতে সালাম দিয়ে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন।

ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান।

এসময় তিনি হামলাকারীর নাম মুখে না নেয়ার শপথ নেন। বলেন, হত্যাকারীর নাম না নিয়ে যারা প্রাণ হারিয়েছে তাদের নাম নিন।

প্রধানমন্ত্রী আইন অনুযায়ি হামলাকারীকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করা হবে বলে জানান। হতাহতের পরিবাররা ন্যায় বিচার পাবে বলেও জানান জাসিন্দা।

এদিকে হামলায় নিহতদের মরদেহ হস্তান্তর শুরু করেছে নিউজিল্যান্ড পুলিশ। মরদেহ শনাক্তে কোনো ভুল যাতে না হয় সেদিকে গুরুত্ব দেয়া হচ্ছে। নিহত ৫০ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানায় পুলিশ।

ফুল, মোমবাতি, চিরকুট দিয়ে এখনো নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন নিউজিল্যান্ডবাসীরা।

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এই সন্ত্রাসী হামলার চালায় ট্যারেন্ট। এতে বাংলাদেশিসহ অন্তত ৫০ জন মুসল্লি নিহত হন। বর্ণবাদী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত এই হামলাকারী টুইটার একাউন্টে এই ভিডিও সবার কাছে ছড়িয়ে দেয়।

নিজেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক বলেও দাবি করে সে। হামলার আগে সে টুইটারে ‘দ্য গ্রেট রিপ্লেসমেন্ট’ শিরোনামে ৮৭ পৃষ্ঠার দীর্ঘ একটি মেনোফেস্টো প্রকাশ করে।

ব্যক্তিগতভাবে সে মুসলিম বিদ্বেষী এবং মুসলমানদের প্রচণ্ড রকম অপছন্দ করে করে বলে তার ইশতেহারে উল্লেখ করা হয়।

ভিডিও:

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি