চীন-মার্কিন শুল্ক যুদ্ধ নিয়ে আইএমএফের সতর্ক বার্তা
প্রকাশিত : ১৫:৩৮, ৮ মে ২০১৯ | আপডেট: ১৫:৪২, ৮ মে ২০১৯

নতুন করে মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধ শুরু হলে তার প্রভাব সারা বিশ্বের অর্থনীতির উপর পড়বে বলে সতর্ক করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার এই সতর্ক বার্তা দেয় প্রতিষ্ঠানটি।
আইএমএফের প্রতিষ্ঠানের কর্ণধার ক্রিস্টিন ল্যাগার্দের মতে, সাম্প্রতিক ‘জল্পনা এবং টুইট’ সেই চুক্তির উপরেও কালো ছায়া ফেলেছে। উল্লেখ্য, গত বছর শুল্ক নিয়ে চীন-মার্কিন টানাপড়েন শুরুর সময়েও বাণিজ্য যুদ্ধে কোনও পক্ষই জেতে না বলে সতর্ক করেছিলেন ল্যাগার্দে।
এদিকে সপ্তাহেই বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলতে ওয়াশিংটনে যাচ্ছে চিনের প্রতিনিধিদল।
শুল্ক যুদ্ধ মেটাতে নভেম্বর থেকে ইতিমধ্যেই ১০ দফা কথা বলছে বেজিং ও ওয়াশিংটন। গত সপ্তাহে চুক্তি নিয়ে আশা প্রকাশ করেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার পরেই সকলকে অবাক করে রোববার তিনি বলেন, ‘‘(চীনের) যে সব পণ্যে এখন ১০ শতাংশ কর বসে, তা বেড়ে হচ্ছে ২৫ শতাংশ।
এ ছাড়া, এখনও আমেরিকায় আসা ৩২,৫০০ কোটি ডলারের চীনা পণ্যে কোনও শুল্ক বসে না। শীঘ্রই ২৫ শতাংশ হারে কর বসবে সেখানে।’’ আমেরিকার দাবি, আগের বৈঠকে কথা দিলেও, সম্প্রতি চীন বেশ কিছু ক্ষেত্রে পিছিয়ে এসেছে।
বেজিং অবশ্য বলেছে, শুল্ক নিয়ে কথা বলতে ৯ ও ১০ মে ওয়াশিংটনে যাবে চীনের প্রতিনিধি দল। অনেকের মতে, মার্কিন হুমকির পরে চীন যদি বৈঠক বাতিল করত, তা হলে সুবিধা পেত আমেরিকাই। সে ক্ষেত্রে তারা বলত যে, বেজিংই কথায় রাজি নয়।
তবে এই বৈঠকের খবরেও আশঙ্কা যাচ্ছে না। কারণ, ফের বাণিজ্য যুদ্ধ শুরু হলে, তার ফল বিশ্ব অর্থনীতির পক্ষে ভাল হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। বিশেষ করে যখন চলতি বছরে বিশ্ব অর্থনীতির গতি শ্লথ হওয়ার ইঙ্গিত মিলেছে।
তথ্যসূত্র: আনন্দবাজার
এমএইচ/
আরও পড়ুন