ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

কলকাতায় পার্ক সার্কাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত : ১৮:১৪, ২৯ মে ২০১৯

Ekushey Television Ltd.

কলকাতার পার্ক সার্কাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি শুকনো বাঁশের গুদাম এবং প্লাইউডের দোকানে লাগার ফলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। তবে, অগ্নিকাণ্ডের এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে।

বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে জানানো হয়েছে, দাহ্য পদার্থ এবং বাতাসের গতি বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রেললাইনের পাশে প্রায় পঞ্চাশ মিটার আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেড়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার স্থানটি ঘনবসতিপূর্ণ এলাকা। সেখানে বেশ কয়েকটি বহুতল ভবন ও ছোট রাস্তা থাকায় আগুন নেভাতে গিয়ে বেশ বেগ পেতে হয় দমকল বাহিনীর।

(সূত্র:আনন্দবাজার)

আই/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি