ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

কংগ্রেসকে হারিয়ে কর্নাটকও বিজেপির দখলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ২৪ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের কর্নাটকে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।  রাজ্যের কংগ্রেস ও এইচডি কুমারস্বামীর জেডিএস দলীয় জোট সরকারের পতন ঘটেছে সেখানে। এ ঘটনায় রাজ্যটির ক্ষমতায় বিজেপির ফিরে আসার পথ পরিষ্কার হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

মঙ্গলবার রাজ্যের বিধানসভায় আস্থা ভোটে কুমারস্বামীর জোট সরকার হেরে যায়। তাদের পক্ষে ৯৯ ভোট ও বিপক্ষে বিজেপির ১০৫ ভোট পড়ে। 

আস্থা ভোটের সময় বিএসপির বিধায়ক এন মহেশ উপস্থিত না থাকায় তাকে দল থেকে বহিষ্কার করেছেন দলনেত্রী মায়াবতী।

কংগ্রেস ও জনতা দল সেক্যুলারের ১৪ মাস বয়সী জোট সরকারের পতনের পর একে ‘কর্মের খেলা’ বলে মন্তব্য করেছে বিজেপি।  

দুই সপ্তাহ সময়ের মধ্যে কংগ্রেস- জেডিএসের ১৬ বিধায়কের পদত্যাগ ও সরকারের ওপর থেকে দুই স্বতন্ত্র বিধায়কের সমর্থন প্রত্যাহারের পর আস্থা ভোটের দাবি ওঠে। শুক্রবার আস্থা ভোটের কথা থাকলেও কালক্ষেপণের পর মঙ্গলবার সন্ধ্যায় ভোট গ্রহণ করা হয়।

কুমারস্বামী সরকারের পতনের পর রাজ্য বিজেপি প্রধান বিএস ইয়েদুরাপ্পা চতুর্থবারের মতো কর্নাটকের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন।

ইয়েদুরাপ্পা বলেন, এটি গণতন্ত্রের বিজয়। কুমারস্বামীর সরকারের ওপর জনগণ বিরক্ত হয়ে উঠেছিল। উন্নয়নের নতুন পর্ব শুরু হচ্ছে, কর্নাটকের জনগণকে এই আশ্বাস দিতে চাই।

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি