ঢাকা, সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬

জন্মবার্ষিকীতে মহাত্মা গান্ধীর দেহভস্ম চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের মধ্যপ্রদেশের সংরক্ষাণাগার থেকে চুরি হয়েছে দেশটির জাতির জনক মহাত্মা গান্ধীর দেহভস্ম।

তার ১৫০ তম জন্ম বার্ষিকীর দিন বুধবার এ ঘটনা ঘটে। ১৯৪৮ সালে গান্ধী নিহত হওয়ার পর তার দেহভস্ম রেওয়া জেলায় ‘বাপু ভবন’-এ সংরক্ষিত ছিল।

অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার জেরে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-বি ধারায় (বিকৃতি, জাতীয় ঐক্যের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ), ৫০৪ ধারায় (শান্তি ভঙ্গের উদ্দেশে উদ্দেশ্যপ্ণোদিত মানহানি) এবং ৫০৫ ধারায় (দুষ্কর্কের উদ্দেশে অপপ্রচার) বিচ্ছিয়া থানায় একটি এফআইআর দায়ের করেছে রেওয়া পুলিশ।

পুলিশ জানায়, চুরি করার পাশাপাশি গান্ধীর ছবির পোস্টারে ‘দেশদ্রোহী’ কথাটি লিখে গেছে চোরেরা। হিন্দু-মুসলিম ঐক্যের চেষ্টা করার কারণে গান্ধীকে কিছু হিন্দু উগ্রপন্থি ‘দেশদ্রোহী’ হিসেবে বিবেচনা করে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি