ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

ইমরান খানের হাসিতে মজেছেন সুন্দরী নারী মন্ত্রী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ২৯ জানুয়ারি ২০২০ | আপডেট: ১০:৪২, ২৯ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ইমরান খান। একজন কিংবদন্তী ক্রিকেটার। খেলোয়াড় জীবন শেষে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। এরপর তিনি হয়ে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী। দেশকে বিশ্বকাপের শিরোপা জেতানোয় ভক্ত-সমর্থকদের পাশাপাশি অনেক নারীই তাকে পছন্দ করেন।

কিন্তু এবার খেলার কারণে নয় স্বয়ং ইমরান খানের হাসি ও শরীরী ভাষায় মুগ্ধ হয়েছেন তারই মন্ত্রিসভার এক নারী মন্ত্রী। ৩৫ বছর বয়সী ওই মন্ত্রীর নাম জারতাজ গুল ওয়াজি। তিনি পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী। 

সম্প্রতি জারতাজ গুল ওয়াজির একটি সাক্ষাৎকার দেন। সেখানে কোনো রাখঢাক না করেই ইমরান খানের নানান গুণের প্রশংসা করেন তিনি। ইমরানে মুগ্ধতার কথা বলা সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে।

জিও নিউজ ও দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী জারতাজ গুল ওয়াজির ইমরান খানের হাসি ও শরীরী ভাষায় মুগ্ধ। এক সাক্ষাৎকারে তিনি ইমরান খানের ভূয়সী প্রশংসা করেছেন।

জারতাজ গুল ওয়াজির বলেন, ‘আপনি যদি প্রধানমন্ত্রী ইমরান খানের শরীরী ভাষা নিয়ে কথা বলতে চান, তবে আমি মনে করি তিনি অন্যতম সেরা। তিনি একজন ক্যারিশমাটিক মানুষ।’

মন্ত্রিসভার সদস্য জারতাজ গুল ওয়াজির বলেন, ‘যখন কোনো সমস্যা তৈরি হয় বা আমরা সমস্যায় পড়ি, হয়তো কোনো ঘরে আমরা তা নিয়ে আলোচনা করছি, তখনই ঘরে ঢুকে তাঁর (ইমরান) “খুনে হাসি”তে আর ক্যারিশমায় আমাদের সমস্যার অনেকখানি মিটে যায়।’

তবে মন্ত্রীর এ সাক্ষাৎকার নিয়ে কেউ কেউ সমালোচনা করেছেন। টুইটার ও ফেসবুকে এই মন্ত্রীকে নিয়ে কটাক্ষ করেছেন অনেকেই।

এই মুহূর্তে পাকিস্তানে সাধারণ খাদ্যদ্রব্যের দাম আকাশ ছোঁওয়া ৷ ময়দার দাম প্রতি কেজি ৬০ টাকা ৷ তা নিয়ে আলোচনায় মন্ত্রী বেশি আগ্রহ ছিলেন ইমরানের হাসির বর্ণনা দিতে ৷

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি