ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ট্রাম্পের দেশে করোনায় আরও একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ২ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে ৪৮ ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতি ভাইরাসটিতে ট্রাম্পের দেশে দুইজনের মৃত্যু হল।

ওয়াশিংটনের এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে আজ সোমবার কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা এ খবর জানিয়েছে। 

এর আগে গত ৬ ফেব্রুয়ারি উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসে আক্রান্ত এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়।  

প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে করোনায় আক্রান্ত ১৩ জনকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরমধ্যে গত শনিবার একজন মারা যায়। ফলে সতর্ক অবস্থায় থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছিল হাসপাতালটি। কিন্তু তারপরও রোববার ৭০ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। 

ওয়াশিংটনের কিং কাউন্টির জনস্বাস্থ্য কর্মকর্তা ওয়াশ জানিয়েছেন, ‘করোনায় আক্রান্ত হয়ে ওই ব্যক্তি ক্রিকল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার তার অবস্থা ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছিল। শেষ পর্যন্ত তাকে আর রক্ষা করা যায়নি। এর আগে এ হাসপাতালেই ৫০ বছর বয়সী একজনের মৃত্যু হয়।’

আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি। 

এদিকে গত ২৪ ঘণ্টায় ট্রাম্পের দেশে নতুন করে আরও ৭ জনের দেহে করোনা সনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত পাশ্চাত্যের এই দেশটিতে ৭৪ জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। 

করোনা ভাইরাসের দ্রুত বিস্তার ঠেকাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো ও ফ্লোরিডাসহ বেশ কয়েকটি শহরে ইতোমধ্যে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে উহানে করোনা ভাইরাস ধরা পড়ে। বিশ্বের অন্তত ৫০টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছেন এক লাখ ৩০ হাজারের বেশি মানুষ। এখন পর্যন্ত ৩ হাজার ৪২ জন  ব্যক্তি মারা গেছেন। যাদের অধিকাংশই চীনা নাগরিক। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি