ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

চীনের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ১৯ জুন ২০২০

চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটন সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করতে পারে।’

গতকাল বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প টুইটারে দেয়া পোস্টে এই হুমকি দেন।
 
ট্রাম্প বলেন, ‘চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি আমাদের সামনের খোলা।’ এর একদিন আগে চীন বিষয়ক মার্কিন প্রতিনিধি রবার্ট লাইটহিজার কংগ্রেসকে জানিয়েছেন যে, চীন এবং আমেরিকার মধ্যে সম্পর্ক ছিন্ন করা দুই দেশের অর্থনীতির জন্য মঙ্গলজনক পদক্ষেপ নয়।

মার্কিন কংগ্রেসে লাইটহিজারকে জিজ্ঞেস করা হয়, ‘আপনি কি মনে করেন চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক ছিন্ন করা উচিত?’ জবাবে লাইটহিজার বলেন, ‘আমি মনে করি আরও কয়েক বছর আগে এটি সম্ভব ছিল কিন্তু এখন এটি কোনো ভালো পদক্ষেপ হবে না।’ তিনি বলেন, ‘অবশ্যই চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক রক্ষা করা উচিত।

ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সম্প্রতি দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করার জন্য তিনি চীনা কর্মকর্তাদেরকে মার্কিন পণ্য কেনার অনুরোধ করেছিলেন।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি