ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ আঁতাতের অভিযোগে জিজ্ঞাসাবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ৩০ মার্চ ২০১৭ | আপডেট: ১৩:৩২, ৩০ মার্চ ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ আঁতাতের অভিযোগ খতিয়ে দেখতে ২০ জনকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে সিনেটের গোয়েন্দা কমিটি।

স্থানীয় সময় বৃহস্পতিবার শুরু হচ্ছে এ জিজ্ঞাসাবাদ। ২০ জনের মধ্যে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের নাম আগেই প্রকাশ করা হয়। তবে বাকিদের পরিচয় এখনই জানাতে রাজি নয় কমিটি। রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে একসাথে কাজ করার ব্যাপারে একমত হয়েছে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা। কোনো পক্ষপাতিত্ব ছাড়াই নিরপেক্ষ তদন্তের ওপরও জোর দেন তারা। এদিকে ট্রাম্প প্রশাসনে যোগ দিয়েছেন ইভানকা ট্রাম্প। বিনা বেতনে প্রেসিডেন্টে সহযোগী হিসেবে হোয়াইট হাউসে কাজ করবেন ট্রাম্প কন্যা।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি