ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

আফগানিস্তান কারাগারে বন্দুকধারীদের হামলায় নিহত ২১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ৩ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের একটি কারাগারে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। ওই হামলায় আহত হয়েছেন আরও ৪৩ জন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের লড়াই এখনও চলছে। হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন আইএস। খবর আল জাজিরা

রবিবার (২ জুলাই) রাতে পূর্ব আফগানিস্তানের ওই কারাগারটিতে প্রথমে গাড়ি বোমা হামলা চালায় এক আত্মঘাতী। এরপরই নিরাপত্তা প্রহরীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে বেশ কয়েকজন বন্দুকধারী। বর্তমানে ওই এলাকায় পুলিশ ও স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে হাসপাতালে।

এ বিষয়ে নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগয়ানি জানিয়েছেন, হামলাকারীরা বেশিরভাগই কারাগারের কাছে একটি বাজারে লুকিয়ে ছিল। আর সেখান থেকেই নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্যে গুলি চালানো হয়। তবে কিছুক্ষণ পরেই পরিস্থিতি আয়ত্বে আনে নিরাপত্তারক্ষীরা।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি