ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

জো বাইডেনকে ওয়াশিংটন পোস্টের সমর্থন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০২০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রতি সমর্থন দিয়েছে আমেরিকার প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কঠোর লড়াইয়ে অবতীর্ণ প্রবীণ ডেমোক্রেট জো বাইডেনকে পত্রিকাটি ভদ্র, শ্রদ্ধাশীল ও যোগ্য নেতা হিসেবে উল্লেখ করেছে।

পত্রিকাটির সম্পাদকীয় বোর্ড বলছে, আধুনিক সময়ের সবচেয়ে খারাপ প্রেসিডেন্টকে হটাতে অনেক আমেরিকানই প্রায় যে কাউকেই ভোট দেবে।

তবে ভাগ্যক্রমে ট্রাম্পকে হটাতে আমেরিকানদের নিচু মানে নামতে হচ্ছে না। কারণ সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন আগামী চার বছরে জাতি যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হবে তা মোকাবেলায় চরিত্র ও অভিজ্ঞতার দিক থেকে ব্যতিক্রমীভাবে সুযোগ্য।

বোর্ড আরো বলছে, ট্রাম্প যখন আমেরিকান গণতন্ত্রকে ধ্বংস করছে তখন গভীর সহানুভূতিশীল ও অভিজ্ঞ বাইডেন আমেরিকান সরকারের শালীনতা, সম্মান ও মর্যাদা পুনরুদ্ধার করবে।

বাইডেন ও ট্রাম্প যে তিনটি প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেবে তার প্রথমটি অনুষ্ঠিত হওয়ার একদিন আগে পত্রিকাটি এ সমর্থন জানালো।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি