ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুলওয়ামায় ফের হামলায় ২ জওয়ান নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫২, ৫ অক্টোবর ২০২০ | আপডেট: ২৩:৫৩, ৫ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ভারতের পুলওয়ামায় ফের হামলার ঘটনা ঘটেছে। সোমবার অজ্ঞাত পরিচয়ের জঙ্গিরা প্রকাশ্যে গুলি চালাতে শুরু করে সিআরপিএফের ১১০ নম্বর ব্যাটেলিয়নের ওপর। আচমকা ওই হামলায় নিহত হলেন দুই সিআরপিএফ জওয়ান। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও তিন জওয়ান।

জানা গিয়েছে, পুলওয়ামা জেলার পাম্পোরে কান্দিজাল সেতুতে টহল দিচ্ছিলেন সিআরপিএফ জওয়ানরা। তখনই আচমকা হামলা চালায় জঙ্গিরা। এখানে এই জঙ্গিরা গা ঢাকা দিয়েছিল বলে খবর। সেনাবাহিনী সূত্রে খবর, ওই হামলায় নিহত হয়েছেন দুই জওয়ান। জখম হয়েছেন ৩ জওয়ান। আহতদের শ্রীনগরের সেনা হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। একইসঙ্গে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। তবে এই হামলার পর জঙ্গিরা আশেপাশেই কোথাও গা ঢাকা দিয়েছে বলে সেনাবাহিনীর দাবি। কারও বাড়িতে তারা ঢুকেছে কিনা তা তল্লাশি করে দেখা হচ্ছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি