ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

মিয়ানমারে নিরাপত্তাবাহিনীর গুলিতে আরও ১০ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৯, ৯ এপ্রিল ২০২১ | আপডেট: ২২:৪২, ৯ এপ্রিল ২০২১

মিয়ানমারে নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ১০ জন বিক্ষোভকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের কাছের শহর বাগোতে নিরাপত্তাবাহিনী শুক্রবার বিক্ষোভকারীদের দিকে রাইফেল গ্রেনেড ছুড়েছে। সেখানে অন্তত ১০ বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং তাদের মৃতদেহ একটি প্যাগোডার পাশে স্তুপ করে রাখা হয়েছে।

তবে দেশটির দুটি সংবাদ মাধ্যম মিয়ানমার নাও এবং অনলাইন নিউজ ম্যাগাজিন মাওকুন দাবি করেছে সেনাদের গুলিতে ২০ জন নিহত হয়েছে। তাদের খবরে বলা হয়, নিহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাচ্ছে না। কারণ, নিরাপত্তাবাহিনী প্যাগোডাটি ঘিরে রেখেছে। 

এদিকে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন সংবাদ সম্মেলনে দাবি করেছেন, দেশের সার্বিক অবস্থা ধীরে ধীরে ভাল হচ্ছে। সব কিছু স্বাভাবিক হচ্ছে। শিগগিরই বিভিন্ন সরকারি মন্ত্রণালয় এবং ব্যাংক খুলে দেওয়া হবে। জনগণের সহযোগিতার কারণেই বিক্ষোভ কমে আসছে। কারণ, তারা শান্তি চায়। তিনি জানান, আমরা নিরাপত্তা বাহিনীকে অনুরোধ করেছি জনগনকে সহযোগিতা এবং তাদের সাহায্য করার।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি