ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ২৪ এপ্রিল ২০২১

জিম্বাবুয়ের রাজধানী হারারের ৩২ কিলোমিটার পূর্বে আর্কতুরুসের একটি বাড়িতে শুক্রবার দেশটির বিমানবাহিনীর (এএফজেড) একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার জন নিহত হয়েছে। খবর সিনহুয়ার।

এএফজেডের এক বিবৃতিতে বলা হয়, এ দুর্ঘটনায় নিহত চার জনের মধ্যে রয়েছে বিমানে থাকা দুই পাইলট, এক জন টেকনিশিয়ান এবং ওই বাড়ির অভ্যন্তরে থাকা এক শিশু।

এ ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ হওয়া আরেক কিশোরী ও তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএফজেড জানায়, আগুস্তা বেল ৪১২ নামের এ হেলিকপ্টার প্রশিক্ষণ মিশনের জন্য দুই পাইলট এবং এক জন এয়ারক্রাফট টেকনিশিয়ান নিয়ে ম্যানিয়ামি বিমানবাহিনী ঘাঁটি থেকে উড্ডয়ন করে।

এ হেলিকপ্টারের সাথে নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয় এবং আর্কতুরাসে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

এএফজেডের কমান্ডার এয়ার মার্শাল এলসন মোয়ো বলেন, ‘দুঃখজনক এ দুর্ঘটনায় তারা নিহত হওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং প্রার্থনা করছি।’

মোয়ো বলেন, এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি