ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চীনে ছুরিকাঘাতে নিহত ৫, আহত ১৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ৬ জুন ২০২১ | আপডেট: ১১:৪৮, ৬ জুন ২০২১

Ekushey Television Ltd.

পূর্ব চীনের এক নগরীতে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালিয়ে ৫ জনকে হত্যা এবং ১৫ জনকে আহত করেছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া এ কথা জানায়।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি বলেছে, সাংহাই থেকে ৪৩০ কিলোমিটার (২৭০ মাইল) পশ্চিমে আনহুই প্রদেশের আনকিংয়ের রাস্তায় শনিবার (৫ জুন) বিকালে এই ছুরি হামলা চালানো হয়।

উইবো সামাজিক নেটওয়ার্কে এক পোস্টে আনকিং পাবলিক সিকিউরিটি ব্যুরো বলেছে, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং এই হামলার ঘটনার তদন্ত চলছে।

প্রসঙ্গত, চীনে প্রায়ই ছুরি হামলার ঘটনা ঘটে থাকে। যদিও দেশটিতে আগ্নেয়াস্ত্র ব্যবহারে কড়াকড়ি ব্যবস্থা রয়েছে।

গত এপ্রিল মাসে দক্ষিণ চীনের একটি নার্সারি স্কুলে ছুরিকাঘাতে ২ শিশুকে হত্যা করা হয়। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি