ঢাকা, শনিবার   ১৬ আগস্ট ২০২৫

ভারতে করোনায় মৃত্যু কমেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ২ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

ভারতে একদিনে ৪৬ হাজার ৬১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৫১ জন। জাতীয় করোনা পুনরুদ্ধার হার ৯৭ শতাংশ।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় শুক্রবার এ কথা জানায়।

এদিকে গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় ৮৫৩ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩১২ জন।

দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রমে এ পর্যন্ত ৩৪ কোটির বেশী লোককে টিকাদান সম্পন্ন হয়েছে।

করোনার সক্রিয় রোগীর সংখ্যা কমে ৫ লাখ ৯ হাজার ৬৩৭ জনে দাঁড়িয়েছে, এই সংখ্যা মোট আক্রান্তদের ১.৬৭ শতাংশ, কোভিড ১৯ পুনরুদ্ধার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.০১ শতাংশ। ২৪ ঘন্টায় সক্রিয় করোনা রোগী কমেছে ১৩ হাজার ৬২০ জন।

বৃহস্পতিবার ১৮ লাখ ৮০ হাজার ২৬ জনের টেস্ট হয়েছে, এ পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৪১ কোটি ৪২ লাখ ৫১ হাজার ৫২০ জনের, এদের মধ্যে আক্রান্তের হার ২.৪৮ শতাংশ।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি