ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

ঝাড়ফুঁকে সব ঠিক করে দেয়ার আশ্বাস দিয়ে সর্বস্ব লুট!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩১, ১৩ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২১:৩৪, ১৩ ডিসেম্বর ২০২১

অভিনব পদ্ধতিতে ডাকাতি। একেই বলে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো। বাড়ি ভাড়া নিয়ে বাড়িওয়ালাকে সপরিবার অচেতন করে সর্বস্ব লুট করল এক দুষ্কৃতী। এই ঘটনা ঘটে ভারতের আসানসোলের নিয়ামতপুরে।

বাড়িওয়ালা এবং তার পরিবারের অন্য সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়ামতপুরের নুরনগরের আফজল আনসারির বাড়িতে দিন পনেরো আগে বাড়ি ভাড়া নেন চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি। আফজল পেশায় একটি বেসরকারি সংস্থার কর্মী। 

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রবিবার আফজলের মা মেহেরুন্নিসা, স্ত্রী জুবেদা, মেয়ে তারা পারভিন এবং জামাইবাবু মকসুদ যখন রাতের খাবার খাচ্ছিলেন সেই সময় ঘরে ঢোকেন ওই ভাড়াটে এবং তাদের সঙ্গে ভাব জমান। সেই সময় ওই ব্যক্তি ঝাড়ফুঁক করে সমস্ত অসুবিধা দূর করে দেওয়ার আশ্বাসও দেন। এর পর তিনি খাবারের সঙ্গে মাদক মিশিয়ে সকলকে খাইয়ে দেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে আফজলের বাড়িতে লুঠপাট চালানো হয়।

সোমবার সকালে এলাকার বাসিন্দারা পরিবারের লোকদের না দেখতে পেয়ে আফজলের বাড়িতে যান। এ সময় তারা সকলকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে সবাইকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। অভিযোগ পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত হিন্দি ভাষী এবং পশ্চিম বর্ধমানের বাইরের কোনও এলাকা থেকে এসেছিলেন বলে তথ্য পেয়েছে পুলিশ। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি