ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ৩ ফেব্রুয়ারি ২০২২

মার্কিন গোয়েন্দা সংস্থা বুধবার জানিয়েছে, তারা পুনরায় ব্যবহারযোগ্য স্পেসএক্স ফ্যালকন রকেট ৯-এর সাহায্যে একেবারে নতুন একটি গোয়েন্দা স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। খবর এএফপি’র।

ন্যাশনাল রিকোনাই স্যান্স অফিস (এনআরও) এর দেয়া এক বিবৃতিতে বলা হয়, ক্যালিফোর্নিয়ার ভন্ডানবার্গ এয়ার ফোর্স ঘাঁটি থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ২৭ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়। দপ্তর টিইউএস স্পেস ফোর্সেও দায়িত্বে রয়েছে।

সংস্থা জানায়, এনআরও এল-৮৭ নামের স্যাটেলাইটটিকে কক্ষপথে ছেড়ে দেয়ার পর ফ্যালকন ৯ রকেট ঘাঁটিতে ফিরে আসে।

বিবৃতিতে বলা হয়, ‘এনআরওএল-৮৭ হচ্ছে এনআরও’র আকাশ পর্যবেক্ষণ মিশনের ক্ষেত্রে তাদের পরিকল্পনা অনুযায়ী তৈরি ও পরিচালিত একটি স্যাটেলাইট।’

এ স্যাটেলাইটের ব্যাপারে আরো কিছু তথ্য দিয়ে এনআরও জানায়, এটি ‘সময়মতো বিস্তৃত-পরিসরের গোয়েন্দা তথ্য প্রদান করবে।’

উল্লেখ্য, গত দুই বছরে এনআরও আরো ১৬টি রকেট উৎক্ষেপণ করেছে।- বাসস

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি