ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

কানাডায় বিক্ষোভকারীদের হটাতে পুলিশের অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ১৯ ফেব্রুয়ারি ২০২২

কানাডা পুলিশ শুক্রবার রাজধানী অটোয়ার মূল কেন্দ্র থেকে সর্বশেষ বিক্ষোভকারীদের হটাতে অভিযান চালিয়েছে। 
 
দেশটিতে কোভিড নীতির বিরুদ্ধে গত তিন সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ অবসানে চালানো এই অভিযান ছিল শান্তিপূর্ণ। অভিযান চালানোর জন্য শত শত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় পুলিশ একশ’রও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার এবং প্রায় ২০টি গাড়ি আটক করে। বিক্ষোভের নেতাদের অধিকাংশকেই গ্রেফতার করা হয়েছে। 

অভিযান শুরুর ১০ ঘন্টা পর এ বিষয়ে ঘোষণা দেয়া হয়। অভিযানকালে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন অটোয়ার অন্তবর্তী পুলিশ প্রধান স্টিভ বেল। সন্ধ্যা নাগাদ তিনি আরো জানান, অভিযান পরিকল্পনা মাফিক চলছে। তবে শেষ হতে আরো সময় লাগবে।

অভিযান শুরুর আগে বৃহস্পতিবার পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে চূড়ান্তভাবে সতর্ক করেছিল। 

উল্লেখ্য, কোভিড-১৯ মোকাবেলায় টিকাদান সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কানাডায় গত তিন সপ্তাহ ধরে ট্রাক চালকদের নেতৃত্বে ‘ফিডম কনভয়’ নামে বিক্ষোভ চলছিল। 

বিক্ষোভে অচল হয়ে পড়েছিল দেশটির রাজধানী অটোয়াসহ আরো কিছু এলাকা। এ প্রেক্ষিতে অন্টারিওতে সরকার জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়। 
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি