ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ইউক্রেনের খারকিভের কেন্দ্রে রাশিয়ার আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ১ মার্চ ২০২২ | আপডেট: ১৫:৩৭, ১ মার্চ ২০২২

ইউক্রেনের খারকিভের কেন্দ্রে আঘাত হেনেছে রাশিয়ান সৈন্যরা। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রস্থলে ফ্রিডম স্কয়ারে সরকারি অফিসগুলোকে লক্ষ্য করে হামলা চালায় রুশ সেনারা।

মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, আঞ্চলিক রাজ্য প্রশাসন ভবনের সামনে একটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। যা ব্যাপক বিস্ফোরণ ঘটিয়েছে। সেখানকার জানালা এবং গাড়িগুলোকে উড়িয়ে দিয়েছে। 

ঘটনার পরের ভিডিওতে শহরের চত্বরে পুড়ে যাওয়া গাড়ি এবং ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। স্থানীয় সময় ৮টার দিকে এ হামলার খবর পাওয়া গেছে। তবে এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ গত কয়েকদিন ধরে প্রচণ্ড যুদ্ধ এবং বিমান হামলার শিকার হয়েছে। এটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর এবং সেখানে ১.৬ মিলিয়ন মানুষের বসবাস।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি