ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

ইউক্রেন এখন টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে: জেলেনস্কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১, ৩১ মার্চ ২০২২

এই মুহূর্তে টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছে ইউক্রেন। এমনটাই বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আগ্রাসনের তীব্রতা কমানোর রুশ প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ পোষণ করে তিনি জানান, এই প্রতিশ্রুতি পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে নতুন হামলার আগমনী বার্তা ছাড়া আর কিছু না। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার (৩১ মার্চ) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে জেলেনস্কি বলেন, “কিয়েভ অঞ্চল থেকে রুশ বাহিনীর ‘কথিত সেনা প্রত্যাহার’ হচ্ছে ‘আমাদের প্রতিরোধ যোদ্ধাদের কাজের ফলাফল।”

তিনি বলেন, “কাউকে বিশ্বাস করি না আমরা। যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতি রয়েছে আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন। কোনও কিছু ছেড়ে দেবো না আমরা।”

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা শান্তি আলোচনার দিকে ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, “এখন পর্যন্ত এগুলো কেবল কথা, সুনির্দিষ্ট কিছু নয়।”
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি