ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

ইরানে তেল চোরাচালানে জড়িত ১১ ক্রু’সহ বিদেশী জাহাজ আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ৯ এপ্রিল ২০২২

ইরানের বিপ্লবী গার্ড পারস্য উপসাগরে জ্বালানি তেল চোরাচালানের সঙ্গে জড়িত ১১ ক্রু’সহ একটি বিদেশী জাহাজ আটক করেছে। শনিবার এক সিনিয়র বিচারিক কর্মকর্তা গহরমানি এ কথা জানান।

দক্ষিণ হরমোজান প্রদেশের বিচার প্রধান মোজতবা গহরমানি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “নৌবাহিনী জ্বালানি তেল বহনকারী একটি বিদেশী জাহাজ পারস্য উপসাগরের জলসীমায় আটক করেছে।”

জাহাজটির ২ লাখ ২০ হাজার লিটার তেল জব্দ এবং ১১ বিদেশী ক্রুকে তদন্তের জন্য আটক করা হয়েছে। গহরমানি কখন আটক করা হয়েছে এবং জাহাজ ও নাবিক কোন দেশের তা স্পস্ট করে জানাননি। 

ইরানের গার্ড বাহিনী চোরাই ২০ হাজার লিটার বহনকারী একটি ইরানী জাহাজও আটক করেছে। এই জাহাজ বিদেশী জাহাজে তেল সরবরাহ করে। এই জাহাজের ৩ জন ক্রুকেও আটক করা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি