ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

রাশিয়ার সামরিক গবেষণা প্রতিষ্ঠানে আগুন: ৬ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ২২ এপ্রিল ২০২২

রাশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় তিভার নগরীতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের কাজে নিয়োজিত দেশটির একটি সামরিক গবেষণা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার অগ্নিকান্ডে ছয়জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র। 

রাশিয়ার টেলিভিশনে পরিবেশিত ভিডিও ফুটেজে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট অব রাশিয়ান এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস’র চারতলা বিশিষ্ট হলুদ রংয়ের ভবনের ভিতর থেকে ধোয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সম্প্রচারকরা জানান, আগুনের হাত থেকে বাঁচতে এ প্রতিষ্ঠানের অনেক কর্মচারী ভবনের একেবারে ওপরতলার জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে আসেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিভার আঞ্চলিক সরকার জানায়, সেখানে এ ভয়াবহ অগ্নিকা-ে ছয়জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস পরিবেশিত খবরে বলা হয়, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকান্ড ঘটে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ প্রতিষ্ঠান রাশিয়ার বিমান ও মহাকাশ প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণার ওপর গুরুত্ব দেয়ার পাশাপাশি বিমান বিধ্বংসী নতুন পদ্ধতি উদ্ভাবনে কাজ করে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি