ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

প্রথম যুদ্ধাপরাধীর বিচার করল ইউক্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ২৩ মে ২০২২ | আপডেট: ১৮:৩৭, ২৩ মে ২০২২

রাশিয়ান সৈনিক ভাদিম শিসিমারিন। ছবি: রয়টার্স।

রাশিয়ান সৈনিক ভাদিম শিসিমারিন। ছবি: রয়টার্স।

ইউক্রেনের সাধরণ জনতাকে হত্যার দায়ে রুশ ট্যাঙ্ক রেজিমেন্টের এক সেনা সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিল ইউক্রেন। ৮৯ দিনের রুশ-ইউক্রেন যুদ্ধে এই প্রথম কোনও যুদ্ধাপরাধীর বিচার হল।

ইউক্রেনের সংবাদমাধ্যম জানিয়েছে, রুশ বাহিনীর ওই ২১ বছরের সার্জেন্টের নাম ভাদিম শিসিমারিন। তার বিরুদ্ধে উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের একটি গ্রামে এক অসামরিক নাগরিককে মাথায় গুলি করার অভিযোগ প্রমাণিত হয়েছে। 

ইউক্রেন সেনার পাল্টা হামলার সময় ধরা পড়েন ভাদিম। এর পরেই তার বিরুদ্ধে গ্রামবাসী খুনের অভিযোগ প্রকাশ্যে আসে।

ইউক্রেনের আদালতে বিচারপর্বের সময় অসামরিক নাগরিককে খুনের অভিযোগ স্বীকার করেছেন ভাদিম। তিনি জানিয়েছেন, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার নির্দেশ পালন করেছিলেন তিনি। 

ঘটনার সময় ওই গ্রামবাসী মোবাইল ফোনে কথা বলছিলেন জানিয়ে ভাদিম বলেন, ‘সে সময় আমাদের কমান্ডার আশঙ্কা করেছিলেন, ওই অসামরিক ব্যক্তি আমাদের অবস্থান ইউক্রেন সেনাকে জানিয়ে দিচ্ছেন। তাই তাকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল।’ সূত্র: বিবিসি, রয়টার্স

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি