ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

নেপালে ২২ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ২৯ মে ২০২২ | আপডেট: ১২:৫৭, ২৯ মে ২০২২

নেপালের বেসরকারি এয়ারলাইন্সের মালিকানাধীন একটি যাত্রীবাহী বিমান ২২ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

রোববার (২৯ মে) বিমানটি রাজধানী কাঠমান্ডুর কাছে পোখারা শহর থেকে জমসম শহরে যাচ্ছিলো। সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিমানটির সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

বিমানটি তারা এয়ার নামক প্রতিষ্ঠানের মালিকানাধীন বলে জানিয়েছে নেপালের বিমান কর্তৃপক্ষ। 

এয়ারলাইন্সের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, বিমানে চারজন ভারতীয় নাগরিকসহ মোট ছয়জন বিদেশি নাগরিক ছিলেন। তবে বাকি দুইজন কোন দেশের তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

নিখোঁজ বিমানটির সন্ধান চালাতে দুইটি হেলিকপ্টার মোতায়েন করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

উল্লেখ্য, প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত এয়ারস্ট্রিপের কারণে নেপালে প্রায়ই অভ্যন্তরীণ বিমান দুর্ঘটনা ঘটে থাকে। 

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি