ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

এবার কোভিড আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৮, ৩ জুন ২০২২ | আপডেট: ২১:৩৭, ৩ জুন ২০২২

কোভিড আক্রান্ত হওয়ার খবর জানালেন প্রিয়াঙ্কা গান্ধী। শুক্রবার টুইট করে নিজেই এ খবর জানিয়েছেন প্রিয়াঙ্কা। এর আগে তার মা সোনিয়া গান্ধী কোভিড আক্রান্ত হয়েছিলেন।   

আপাতত প্রিয়াঙ্কা নিভৃতবাসে থাকবেন বলে জানিয়েছেন। মায়ের সংস্পর্শে এসেই কি সংক্রমিত হলেন তিনি? উঠছে প্রশ্ন। যদিও প্রিয়াঙ্কা নিজে এ বিষয়ে কিছু জানাননি।

শুক্রবার সকালে টুইটারে প্রিয়ঙ্কা লিখেছেন, ‘আমার মৃদু উপসর্গযুক্ত কোভিড ধরা পড়েছে। সমস্ত কোভিডবিধি মেনে বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাদের অনুরোধ প্রয়োজনীয় সতর্কতা নিন।’

বৃহস্পতিবার কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া। ঘটনাচক্রে, ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে সোনিয়াকে আগামী ৮ জুন এবং তার ছেলে তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ২ জুন তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। 

তবে করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত তা সম্ভব নয় বলে জানা যায়। প্রিয়াঙ্কার মতো তারও মৃদু উপসর্গ থাকায় বাড়িতে নিভৃতবাসে রয়েছেন সোনিয়া। অন্য দিকে, রাহুল আগেই জানিয়েছেন যে বিদেশে থাকার জন্য মাত্র ২৪ ঘণ্টার নোটিশে ইডি-র কাছে যাওয়ার প্রশ্নই নেই। তাকে ১৩ জুন হাজিরার নির্দেশ দিয়েছে ইডি।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি