ঢাকা, বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০২৪

ফ্রান্সে ভয়াবহ বন্যা, অরেঞ্জ এলার্ট জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ৭ জুন ২০২২

ভারি বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় ফ্রান্সের উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনা এড়াতে দুর্যোগপূর্ণ অঞ্চলে অরেঞ্জ এলার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। 

টানা কয়েক ঘণ্টার শিলাবৃষ্টিতে বেশ কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

বিদ্যুৎবিচ্ছিন্ন ১৫ হাজার মানুষ। দুর্ঘটনা এড়াতে এরইমধ্যে দেশটির দুর্যোগপূর্ণ অঞ্চলে ‘অরেঞ্জ এলার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া দফতর। 

বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। 

বাতিল করা হয়েছে বেশকিছু ফ্লাইটও।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি