ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে গুলি, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ১০ জুন ২০২২ | আপডেট: ১৬:৫৩, ১০ জুন ২০২২

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। একজন পুলিশ কর্মী গুলি চালিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় একজন নারী নিহত হয়েছে। গুলি চালিয়ে একজনকে হত্যার পর নিজেও আত্মঘাতী হন ওই পুলিশকর্মী।

শুক্রবার (১০ জুন) দুপুরে কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে এমন ঘটনা ঘটে। উপ-দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এক পুলিশ কর্মী এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। গুলিতে একজন নারী পথচারীর তাৎক্ষণিক মৃত্যু হয়। আহত হন আরও একজন।

জানা গেছে, শুক্রবারই ওই নিরাপত্তাকর্মী বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউট পোস্টে কাজে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশকর্মী মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান তিনি। 

তারপর গলার কাছে গুলি করে নিজেকেও শেষ করেন। নিরাপত্তারক্ষীর ছোড়া গুলি গিয়ে লাগে এক মহিলার গায়ে। তারও ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

স্থানীয়দের দাবি, ছোড়া গুলি গিয়ে লাগে এক বাইক চালকের পিঠে। বাইকের পিছনে থাকা এক নারীরও গুলি লাগে। তিনি ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় সূত্রে দাবি, ওই মহিলা কোনও অ্যাপের মাধ্যমে বাইকটি বুক করেছিলেন। এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির গায়ে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।

শুক্রবার পার্ক সার্কাস মোড়ে একটি সংগঠনের জমায়েতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। তার মধ্যে এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্র: আনন্দবাজার

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি