ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

দ্রুত গলছে হিমালয়ের বরফ, বেস ক্যাম্প সরানোর চিন্তা নেপালের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ২০ জুন ২০২২

বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণের কারণে দ্রুত হারে গলে যাচ্ছে হিমালয়ের বরফ। আর এ জন্য সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে এভারেস্ট বেস ক্যাম্প। সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিয়েছে নেপাল পর্যটন দফতর।

যে স্থান থেকে মূল পর্বতারোহণ শুরু হয়, তাকে বলে বেস ক্যাম্প। এভারেস্টের শিখরে ওঠার বেস ক্যাম্পটি রয়েছে খুমবু নামক একটি হিমবাহের উপর। উচ্চতা ৫৩৬৪ মিটার। প্রতি মৌসুমে প্রায় ১ হাজার ৫০০ পর্বতারোহী এই হিমবাহের উপর ক্যাম্প করেন। 

বিশ্ব উষ্ণায়নের প্রভাবে অতিদ্রুত গলে যাচ্ছে এই হিমবাহটি। তাই বেস ক্যাম্প অন্যত্র সরিয়ে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই বলে মনে করছেন নেপালের পর্যটন দফতরের কর্মকর্তারা।

ফেব্রুয়ারি মাসেই একটি গবেষণায় জানা গিয়েছে যে, ২ হাজার বছরেরও বেশি প্রাচীন এই হিমাবাহটি এত দ্রুত হারে গলছে যে, ২০৫০ সাল নাগাদ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এই হিমাবাহটি। নেচার পত্রিকায় প্রকাশিত এই গবেষণাটি সামনে আসতেই নড়েচড়ে বসে নেপাল প্রশাসন। 

কিন্তু বেস ক্যাম্পটি সরিয়ে কোন জায়গায় নেওয়া হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি নেপাল সরকারের পক্ষ হতে।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি