ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

মুম্বাইয়ে ভবন ধসে মৃত্যু বেড়ে ১৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ২৯ জুন ২০২২ | আপডেট: ০৯:০৩, ২৯ জুন ২০২২

ভারতের মুম্বাইয়ে কুর্লারে অবস্থিত আবাসিক ভবনের একটি শাখা মধ্যরাতে ভেঙে পড়ে। এতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে এবং আরও ৬ আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই সময় ওই ভবনে প্রায় ২১ জন ছিলেন। এখন ধ্বংসাবশেষ অপসারণের কাজ চলছে। 

সোমবার (২৭ জুন) রাত ১১.৩০ নাগাদ মুম্বাইয়ের কুর্লার নায়েক নগর সোসাইটির একটি চারতলা ভবনের সংযুক্ত অংশ ভেঙে পড়ে।  

ইতোমধ্যে মহারাষ্ট্রের রাজ্য মন্ত্রী সুভাষ দেশাই বলেছেন যে,  নিহতদের পরিবারকে প্রত্যেককে ৫ লাখ করে টাকা এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

তিনি আরও বলেন, “ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য একটি বৈঠক ডাকা হয়েছে। ”

বিএমসি অতিরিক্ত কমিশনার অশ্বিনী ভিদে বলেছেন যে, ধসে পড়া বিল্ডিংটি জরাজীর্ণ ছিল, এবং ২০১৩ সাল থেকে প্রথমে মেরামত করার জন্য এবং তারপর ভবনটি ভেঙে ফেলার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তবে সেই বিল্ডিং-এর বাসিন্দারা ছাড়তে নারাজ ছিল। এমনকি ভবনের বাসিন্দারা একটি অঙ্গীকারও দিয়েছিলেন যে তারা তাদের ঝুঁকি এবং খরচে সেখানে থাকবেন।

সুত্রঃ এনডিটিভি
আরএমএ
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি