ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

উসকানির মামলায় পাকিস্তানি টিভি ব্যক্তিত্ব ইমরানের জামিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ১১ জুলাই ২০২২ | আপডেট: ১৩:০২, ১১ জুলাই ২০২২

সেনাবাহিনী ও রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে উসকানিমূলক বক্তব্যের দেওয়ার অভিযোগের একটি মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন পাকিস্তানের টেলিভিশিন ব্যক্তিত্ব ও ইউটিউবার ইমরান রিয়াজ। 

উসকানিমূলক বক্তব্য আর না দেওয়ার প্রতিশ্রুতি পাওয়ার পর গত শনিবার লাহোরের উচ্চ আদালত তাকে জামিন দেয়।

ওইদিন আইনজীবীদের মাধ্যমে রিয়াজ তার বিরুদ্ধে দায়ের হওয়া ১৮টি অভিযোগের শুনানিতে হাজির হন। তিনি সবগুলো অভিযোগই বাতিলের আবেদন করেন। 

রিয়াজের আইনজীবী মিয়া আলী আশফাক ঈদের ছুটি শুনানি করায় বিচারক আলী বকর নাজাফিকে ধন্যবাদ জানান। 

সংবিধানের মাধ্যমে সংরক্ষিত নাগরিকদের মৌলিক অধিকারগুলোকে আদালতের সুরক্ষা দেওয়া উচিত বলে এসময় আদালত পর্যবেক্ষণ দেয়।

শুনানিতে অংশ নিয়ে পাঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল শাহজাদ শওকত জানান, তার সরকার আবেদনকারীর প্রতি অনুগ্রহ দেখাতে ইচ্ছুক এবং চাকওয়াল সদর থানার মামলায় শুনানির পরবর্তী তারিখ পর্যন্ত তার অন্তর্বর্তী জামিন কোনো আপত্তি নেই।  

রিয়াজ ওই সময় পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া থেকে বিরত থাকবেন বলে মুচলেকা দেন। 

পরে বিচারক নাজাফি ১৩ জুলাই পর্যন্ত তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। চাকওয়ালের মামলায় আদেশের জন্য ওইদিন রিয়াজকে বিচারিক আদালতে হাজির হতে হবে।

এছাড়া আদালত রিয়াজের আবেদনের বিষয়ে ১৯ জুলাইয়ের মধ্যে বক্তব্য দাখিল করতে বলেছে সরকার ও পুলিশকে। 

এর আগে একই ধরনের অভিযোগে লাহোরের সিভিল লাইন্স থানার আরেকটি মামলা থেকে রিয়াজকে খালাস দিয়েছেন ক্যান্টনমেন্ট আদালতের এক বিচারক। 

সূত্র: দ্য ডন

এএইচএস
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি