ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

গোটাবায়াকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২২, ১৩ জুলাই ২০২২

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের ভিসা আবেদন প্রত্যাখ্যান করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি যুক্তরাষ্ট্র সফরের জন্য কলম্বোতে মার্কিন দূতাবাসে ভিসা আবেদন করেছিলেন। তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে চলমান বিক্ষোভের সময় এল এই প্রত্যাখ্যানের খবর।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বোতে মার্কিন দূতাবাসে জমা দেওয়া গোটাবায়ার ভিসা আবেদন বাতিল হয়ে গেছে।

সংবাদমাধ্যমটিকে দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, একজন ব্যক্তি, যিনি আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করেছেন, তাকে আবার ভিজিটর ভিসা দেওয়া হবে না এবং শুধুমাত্র পরিবারের সদস্যের মৃত্যু বা চিকিৎসার মতো বিশেষ পরিস্থিতিতে তাকে ভিসা দেওয়া হবে।

দেশজুড়ে বিক্ষোভের মুখে ভারতে যাওয়ারও আশা করেছিলেন গোটাবায়া। সেখানেও যেতে পারেননি। ভারত প্রেসিডেন্টকে বহনকারী সামরিক প্লেনটিকে দেশের ভূখণ্ডে অবতরণের অনুমতি দেয়নি।

শেষপর্যন্ত মঙ্গলবার দিবাগত রাতে সামরিক প্লেনে করে মালদ্বীপে যান গোটাবায়। ৭৩ বছর বয়সী গোটাবায়া, তার স্ত্রী ও একজন দেহরক্ষীসহ চারজন এবার সিঙ্গাপুরে যেতে চাইছেন।

বুধবার যে কোনো সময় মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে রওনা হবেন গোটাবায়া। শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনেও এ কথা বলা হয়েছে।

চরম অর্থনৈতিক সংকটের পর গত মার্চ থেকে শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। গত শনিবার শতশত বিক্ষোভকারী গোটাবায়ার বাসভবনে ঢুকে পড়েন। এরপর এ দিন রাতে পদত্যাগের ঘোষণা দেন গোটাবায়া। ঘোষণা অনুযায়ী, বুধবার তার পদত্যাগের কথা। এর আগেই তিনি দেশ ছাড়লেন।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি