ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

শ্রীলঙ্কায় যানবাহনের জন্য চালু হচ্ছে ‘জ্বালানি পাস’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ১৬ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে যানবাহনের জন্য চালু করা হচ্ছে ‘জ্বালানি পাস’। 

এই পাস যানবাহনগুলোর সাপ্তাহিক জ্বালানির কোটা নিশ্চিত করবে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী কাঞ্চনা বিজেসেকেরা।

জ্বালানি পাসের জন্য একটি জাতীয় পরিচয়ত্র নম্বরের মাধ্যমে একটি গাড়িরই নিবন্ধন দেওয়া হবে এবং সংশ্লিষ্ট গাড়ির সব তথ্য যাচাইয়ের পর একটি কিউআর কোড দেওয়া হবে।   

মন্ত্রী বিজেসেকেরা জানিয়েছেন, এই কিউআর কোডের বিপরীতে নম্বর প্লেটের শেষ দুই অংকের ভিত্তিতে সংশ্লিষ্ট গাড়িতে সপ্তাহে দুইবার জ্বালানি দেওয়া হবে।  

শ্রীলঙ্কার তথ্য-যোগাযোগ প্রযুক্তি এজেন্সি এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় মিলে এই পাস চালু করছে।  

জ্বালানি পাসের বিস্তারিত পরে জানানো হবে।  

সূত্র: কলম্বো গেজেট

এএইচএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি