ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

ইউক্রেনের বন্দর থেকে মাইন অপসারণে সহায়তা দিতে চায় তুরস্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ২৩ জুলাই ২০২২

তুরস্ক কৃষ্ণ সাগর দিয়ে খাদ্য শস্যের সরবরাহ ফের শুরু করা নিয়ে একটি যুগান্তকারী চুক্তির আওতায় ইউক্রেনের বিভিন্ন বন্দর থেকে মাইন অপসারণে দেশটিকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। 

শুক্রবার প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের শীর্ষ সহকারি এ কথা বলেন। খবর এএফপি’র।

যুদ্ধরত পক্ষগুলো এবং তুরস্ক ও জাতিসংঘের কর্মকর্তাদের ইস্তাম্বুলে স্বাক্ষর করা এ চুক্তি কৃষ্ণ সাগর বরাবর একটি নিরাপদ করিডোর সৃষ্টির সুযোগ করে দিয়েছে।

রাশিয়ার জল ও স্থলের উভয়মুখী হামলা প্রতিহত করতে ইউক্রেন দেশটির কৃষ্ণ সাগর বন্দরগুলোতে এবং ওডিসায় মাইন পেতে রাখে।

এ চুক্তির বিভিন্ন শর্তের একটিতে বলা হয়, ‘মাইন অপসারণের স্বার্থে অপর কোন দেশের মাইন অপসারণ কর্মীদের সাহায্য নেওয়ার অনুরোধ জানানো যাবে।’

এরদোগানের বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ইব্রাহিম কলিন বলেন, “এমন সহায়তার ব্যাপারে তুরস্ক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।”
 
তিনি তুরস্কের এনটিভি টেলিভিশনকে বলেন, “ইউক্রেনের ‘মাইন অপসারণে তৃতীয় কোন দেশের সাহায্যের প্রয়োজন হলে তুরস্ক তা করতে প্রস্তুত রয়েছে।”
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি