ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

জাপানের সাকুরাজিমায় অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ২৫ জুলাই ২০২২ | আপডেট: ০৮:৫১, ২৫ জুলাই ২০২২

সাকুরাজিমা আগ্নেয়গিরি, জাপানের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যে একটি। যেখানে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। অগ্ন্যুৎপাত শুরুর পর থেকে এই আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে ব্যাপক ধোঁয়া, ছাই ও পাথর বেরিয়ে আসতে দেখা যায়। 

রবিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৮টা ৫ মিনিটের দিকে জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে এই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো আহত, মৃত্যু বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া সংস্থা আগ্নেয়গিরির কাছাকাছি আবাসিক এলাকা কাগোশিমা শহরের কিছু অংশ খালি করার জন্য সম্ভাব্য সর্বোচ্চ সতর্কতা সংকেত ৫ জারি করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকার সব বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। শহরটিতে প্রায় ৬ লাখ লোকের বাসস্থান।

এ প্রসঙ্গে জাপানের ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিকো ইসোজাকি গণমাধ্যমকে বলেছেন, “আমরা জনগণের জীবনকে প্রথমে রাখব। একই সঙ্গে পরিস্থিতি মূল্যায়ন করতে এবং যে কোনও জরুরি অবস্থার প্রতিক্রিয়া জানাতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।" 

এসময় তিনি এলাকার বাসিন্দাদের তাদের জীবন রক্ষার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সর্বশেষ অবস্থার প্রতি গভীর মনোযোগ দেওয়ারও আহ্বান জানিয়েছেন।

জানা যায়, ১৯৫৫ সাল থেকে এ আগ্নেয়গিরিটির গতিবিধিতে সতর্ক নজর রাখে জাপান সরকার।

জাপান সরকারের তথ্যানুযায়ী, ১৯৬০ সাল থেকে সাকুরাজিমা আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হতে দেখা যাচ্ছে। প্রতি বছরই কয়েক দফা এ আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত করে। এসময় আগ্নেয়গিরির মুখ থেকে কয়েক কিলোমিটার উঁচুতে পাথর ও ছাই ছড়াতে দেখা যায়। সূত্র: ইউএসএ টুডে

আরএমএ/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি